অর্ধশত করে ফিরলেন ইমরুল

আপডেট: ২০১৫-১২-১৫ ২১:৪৭:০৫


mash_94815বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের দল বরিশাল বুলসের দেয়া ১৫৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে মাশরাফিরা। এখন ব্যাটিংয়ে আছেন অলোক কাপালি ও আসহার জাইদি।

ইনিংসের তৃতীয় ওভারে মোহাম্মদ সামি নিজেরে বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দিয়েছেন লিটন দাসকে (৩)। ১০ম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বলে রায়াদ এমরিতের হাতে ধরা পড়েন আহমেদ শেহজাদ (৩০)। ১২তম ওভারে সাব্বিরের হাতে ক্যাচ বানিয়ে ইমরুল কায়েসকে (৫৩) ফেরান রিয়াদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বরিশাল বুলস। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ৪৮, শাহরিয়ার নাফিস ৪৪* ও সেকুগে প্রসন্ন ৩৩ রান করেন। কুমিল্লার পক্ষে মাশরাফি বিন মুর্তজা ১টি, নুয়ান কুলাসেকারা ১টি, আসহার জাইদি ১টি ও ড্যারেন স্টিভেন্স ১টি করে উইকেট নেন।

বিপিএলের গত দুই আসরের শিরোপা উঠেছিলো মাশরাফি বিন মুর্তজার হাতে। ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। এবার তার সামনে হ্যাটট্টিক শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে, মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনাল খেললেও তার শিরোপা জেতা হয়নি। গতবার ফাইনালে ঢাকা গ্লাডিয়েটরসের বিরুদ্ধে চিটাগাং কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

সানবিডি/ঢাকা/রাআ