বাংলাদেশ পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৯ ১০:৫৩:২৭
বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আন্তরিক প্রচেষ্টায় ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এর আগে সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ভারত থেকে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ করার আদেশ সংবলিত সার্কুলার জারি করেছিল। এতে করে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়।
বাংলাদেশ সরকারকে আগেভাগে না জানিয়ে হঠাৎ রফতানি বন্ধ করায় ঢাকায় ভারতীয় হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয়। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছিলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করায় অনুতপ্ত।
দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়ার কথা উল্লেখ করেই বুধবার ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠি পাওয়ার দুইদিন পরেই পেঁয়াজ ছাড়ের অনুমতি দিল মোদি সরকার।
সান বিডি/নাজমুল/১০:৫০/১৯.০৯.২০২০