বন্ধ করা হবে না ফেসবুক, তবে…

আপডেট: ২০১৫-১২-১৫ ১৯:২০:১৮


tarana 2_94781জরুরি অবস্থার মতো ঘটনা ছাড়া আর কখনও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নের পর্যালোচনা বিষয়ক এক সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সভায় উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আমরা কখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে চাই না, আনলেস অর আনটিল ইমার্জেন্সি।

নিরাপত্তাজনিত কারণে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার। বন্ধের ২২ দিন পর ১০ ডিসেম্বর ফেসবুক চালু হয়। ২৬ দিন পর ১৪ ডিসেম্বর টুইটার ভাইবারসহ অন্যান্য যোগাযোগ অ্যাপস খুলে দেয়া হয়।

সানবিডি/ঢাকা/রাআ