তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর ২ দিনের রিমান্ড মঞ্জুর
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৯ ১৯:২৮:৪৫
সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ।এ ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেপ্তার ৮ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ৮ জনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদনের জন্য পাঠানো হয়। পরে আদালত তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ডের বিষয়টি নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ইন্সপেক্টর আসাদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার দুপুরে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের প্রকৌশলীসহ ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সিআইডির ডিআইজি মঈনুল হাসান এক ব্রিফিং করে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃরা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সানবিডি/এনজে