অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২০ ২০:১৪:৪৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও বালু তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরীঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।
এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরীঘোনা এলাকায় দীর্ঘদিন ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্ত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
সানবিডি/এনজে