আফ্রাম্যাক্স ট্যাঙ্কার ওমেরা কুইন বিক্রির অনুমোদন দিয়েছে এমজেএল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২১ ১১:২৯:১০


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের এমজেএলের পরিচালনা পর্ষদ আফ্রাম্যাক্স ট্যাঙ্কার ওমেরা কুইন বিক্রির অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আফ্রাম্যাক্স ট্যাঙ্কার ওমেরা কুইন ৮.৮০ মিলিয়ন ডলারে বিক্রির জন্য একটি সমঝোতা চুক্তি করেছে এমজেএল। আফ্রাম্যাক্স ট্যাঙ্কার ওমেরা কুইন ৯ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের পতাকার অধীনে ১০২টিরও ভ্রমণ সফলভাবে সম্পন্ন করেছে। জাহাজের রক্ষণাবেক্ষণে এবং ড্রাই ডক ব্যয় বৃদ্ধির জন্য জাহাজটি বিক্রির সিদ্ধান্ত নেয় এমজেএল।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ২২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এবং ১ লাখ থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন একটি জাহাজ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:২৯/২১/৯/২০