সাগরে ডুবেছে আবুল খায়ের গ্রুপের লাইটারেট জাহাজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২১ ১৭:২১:০৭
নোয়াখালী জেলার ভাসানচরের অদূরে উত্তাল সাগরে ডুবে গেছে আবুল খায়ের গ্রুপের একটি লাইটারেট জাহাজ। সিমেন্ট ক্লিংকার নিয়ে চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথেজাহাজটি তলা ফেটে এই দুর্ঘটনার কবলে পড়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মো. সেলিম জানিয়েছেন, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাসানচরের তিন নটিক্যাল মাইল পূর্বে এমভি-টিটু নামে জাহাজটি ডুবে গেছে।
আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটিতে এক হাজার ২৫০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ছিল। সেটি চট্টগ্রাম বন্দর থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিল। আরেকটি জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।
সেলিম বলেন, ‘সাগর এখন খুবই উত্তাল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেটে সেটি আংশিক ডুবে যায়। আস্তে আস্তে সেটি পুরোপুরি ডুবে যাচ্ছে। তবে নাবিকরা সবাই নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণে ওই রুট দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। মালিকপক্ষ ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে পদক্ষেপ নেবে।’
সানবিডি/এনজে