মাসে লাখ টাকা আয় করে পিওন!!

আপডেট: ২০১৫-১২-১৫ ২১:৫৪:৩৮


dud_94819চাকরিতে নিয়োগ পাওয়ার দেড় বছরের মাথায় বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যাওয়া রাজউক কর্মচারী (এমএলএসএস) মো. জাজাউল হক মুন্সীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার প্রতিমাসে আয় লাখ টাকার কাছাকাছি।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি (নম্বর-২২) করেন। দুদক সূত্র জানায়, এজাহারে জাজাউল হকের বিরুদ্ধে ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য দেয়া হয়েছে।

মো. জাজাউল হক মুন্সী রাজউকের এমএলএসএস হিসেবে দেড় বছর আগে ঢাকার দিলকুশায় রাজউক এভিনিউয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যোগদান করেন। তার বিরুদ্ধে আসা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরির্দক মো. কাশেম মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করেন।

সানবিডি/ঢাকা/রাঅা