২০২০-২১ অর্থবছরের নিয়মেই রফতানিতে নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-২২ ০৭:১৯:০০


দেশের রফতানি বাড়াতে নগদ সহায়তা দিয়ে থাকে সরকার। ২০২০-২১ অর্থবছরে ন্যায় এবারও নগদ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার। গত ২০১৯-২০ অর্থবছরে রফনিকারকরা যেসব পণ্যে যে হারে প্রণোদনা বা নগদ সহায়তা পেয়েছেন এবারও তাই পাবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক সার্কুলারে বলেছে, গত অর্থবছরে রফনিতে যে হারে নগদ সহায়তা ছিল চলতি অর্থবছরেও তা বহাল থাকবে। গত ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত রফনিপণ্যের বিপরীতে এ সুবিধা পাবেন রপ্তানিকারকরা।

গত ২০১৯-২০ অর্থ বছরে দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতে ১ শতাংশ বিশেষ নগদ সহায়তাসহ ৩৭ খাতের বিভিন্ন পণ্যে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা ঘোষণা করা হয়েছিল। এবারও এই সুবিধা বহাল থাকছে।

গত বছর নগদ সহায়তার ক্ষেত্র ও পরিমাণ সম্প্রসারণ করা হলেও তা পাওয়ার শর্ত কঠিন করে সরকার। বেশ কয়েকটি পণ্যে নগদ সহায়তা পেতে রফতানি প্রমাণস্বরূপ কাস্টমসের সরেজমিন পরিদর্শন প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়। আবার কোনো কোনো পণ্যে স্থানীয়ভাবে কমপক্ষে ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত আরোপ করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অডিট প্রতিবেদন সাপেক্ষে নগদ সহায়তা দেওয়ার নিয়ম চালু করা হয়। এসব নিয়ম চলতি অর্থবছরেও বহাল রাখা হয়েছে।