ভারতের রাজ্যসভায় ৮ সাংসদ বরখাস্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২২ ০৯:৫০:৫২
ভারতের রাজ্যসভায় কৃষি বিল নিয়ে তুমুল গন্ডগোলের জের ধরে সোমবার বিরোধীদলীয় ৮ সাংসদকে বরখাস্ত করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
রোববার বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মুখে পাস হয় কৃষি বিল। বিরোধী সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ করতে থাকেন। তখন সভা পরিচালনা করছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ।
তৃণমূল সাংসদ ডেরেক ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে কিছু নথিপত্র ছেঁড়ার চেষ্টা করতে থাকেন। যেটিকে কেউ বিলের প্রতিলিপি, আবার কেউ রাজ্যসভার রুল বুক বলছেন।