ইংল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ, মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা বাদ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৩ ১৬:২৫:৪০
করোনার ভিতরেই মাঠে আস্তে আস্তে দর্শকদেরও ফেরানোর পরিকল্পনা ছিল ইংল্যান্ডের। অক্টোবর থেকেই গ্যালারিতে ইংলিশ দর্শকরা খেলা দেখতে পারবেন, এমনটা ভাবা হচ্ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সেই পরিকল্পনা উল্টে-পাল্টে দিয়েছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপে। চলতি মাস থেকেই সংক্রমণ ক্রমে বাড়া শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মাঠে দর্শক ফেরালে ঝুঁকি আরও বাড়বে।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা মতো ১ অক্টোবর থেকে মাঠে দর্শক ফেরানো সম্ভব নয়।
করোনার সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ায় সতর্কতা মাত্রা ৪-এ উন্নীত করা হয়েছে ইংল্যান্ডে। যার অর্থ সংক্রমণ এখন বাড়ার দিকে আছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে পরবর্তী ৬ মাস।
বরিস জনসন বলেন, ‘আমাদের স্বীকার করতে হবে যে, ভাইরাসটির বিস্তার এখন বড় ক্রীড়া ইভেন্টগুলির সক্ষমতার ওপর প্রভাব বিস্তার করছে।’
ফলে আরও ছয় মাস অর্থাৎ আগামী বছরের মার্চ পর্যন্ত দর্শক ছাড়াই চলতে পারে ইংল্যান্ডের ক্রীড়া ইভেন্টগুলি।।
সান বিডি/নাজমুল/০৪:২৫/২৩.০৯.২০২০