৯৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে ইন্সুরেন্স খাতে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৩ ১৮:৪৭:৩৭


চলতি সপ্তাহে চতুর্থ কার্যদিবস মঙ্গলবারে সবচেয়ে বেশি কোম্পানির দর বেড়েছে ইন্সুরেন্স খাতে। এ দিন ইন্সুরন্স খাতে ৪৭ টি কোম্পানির মধ্যে ৯৫.৭৪ শতাংশ বা ৪৫ টি কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ৪.২৬ শতাংশ বা ২ টি কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্সুরেন্স খাতে কোম্পানি গুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এ দিন ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৯৬ শতাংশ বা ৭.২০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৭৯.৫ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে গ্রীন ডেলটা লাইফ ইন্সুরেন্সের।  গ্রীন ডেলটা ইন্সুরেন্স লিমিটেডের ৯.৯৩ শতাংশ বা ৫.৩০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৫৮.৭ টাকা।

তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের। প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৯.৯১ শতাংশ বা ৫.৩০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৫৮.৮ টাকা।

এছাড়া ইন্সুরেন্স খাতের চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা কোম্পানি গুলোর মধ্যে রয়েছে, রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৯০ শতাংশ বা ৫.৯০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৬৫.৫ টাকা। নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৮৭ শতাংশ বা ৫.৫০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৬১.২ টাকা।

অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৮৪ শতাংশ বা ৪.৮০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৫৩.৬ টাকা। মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৯৭ শতাংশ বা ৬.৬০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৭২.৮ টাকা ।সন্ধানী লাইফ  ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৬৯ শতাংশ বা ২.৫০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ২৮.৩০ টাকা। রূপালী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ৯.৬৯ শতাংশ বা ২.৮০ টাকা বেড়ে কোম্পানিটির শেয়ারের মূল্য অবস্থান করছে ৩১.৭ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৭:২৬/২৩/৯/২০