জিনজিয়াং প্রদেশেই ৩৮০ বন্দিশিবির রয়েছে চীনের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৪ ১৭:১৬:৫৪
শুধুমাত্র জিনজিয়াং প্রদেশেই ৩৮০টি বন্দি শিবির নির্মাণ করেছে চীন বলে দাবি করেছে অষ্ট্রেলিয়া।যা আগের ধারণার চেয়ে অনেক বেশি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান স্ট্যাটেজিক পলিসি ইন্সটিটিউটের (এসপিআই)। খবর আল জাজিরার।
উইঘুর মুসলিমদের আটকে রাখার বিষয়টি স্বীকার করলেও চীনের দাবি, ইসলামি কট্টরবাদ মোকাবেলার অংশ হিসেবে তুর্কি ভাষায় কথা বলা উইঘুরদের এখানে আটক করে জাতীয়তাবাদ ও আদর্শ শেখানো, তাদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনার চেষ্টা চলছে।
একইসঙ্গে জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ বন্দি শিবিরগুলোকে আইন করে বৈধতাও দিয়েছে। এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে চীন।
চীনের জিনজিয়াং রাজ্যের বিভিন্ন ক্যাম্পে প্রায় দশ লাখ মুসলমান বন্দি রয়েছেন। এসব ক্যাম্প কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ২০১৭ সালে একটি নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।
এ বিষয়ে চীন সরকারের দাবি, এসব ক্যাম্পে মুসলমানরা স্বেচ্ছায় প্রশিক্ষণ নিতে যান। কিন্তু প্রকাশিত নির্দেশনা বলছে, ক্যাম্পে বন্দিদের প্রথমে আদর্শ ও আচরণগত প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে তাদের মনোজগতে পরিবর্তন আনার চেষ্টা করা হয়।
এরপর অন্য জায়গায় তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বন্দিদের কেউ যেন পালাতে না পারেন সেজন্য ২৪ ঘণ্টাই তাদের নজরে রাখার নির্দেশ দেয়া হয়েছে ক্যাম্প কর্মীদের।
সানবিডি/এনজে