ব্লক মার্কেটে সপ্তাহিক লেনদেন ৪৫ কোটি টাকা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৪ ১৯:০২:১৫
গেলো সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকা। যা আগের সপ্তাহ থেকে ৯১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকা কম। তার আগের সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা। গেলো সপ্তাহে ১ কোটি ৪৮ লক্ষ ৩ হাজার ১১৬ টি শেয়ারের বিপরিতে ৫৪ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার লেনদেন হয়। পুরো সপ্তাহে ২৬৩ বার হাত বদলের মাধ্যমে শেয়ার গুলো লেনদেন হয় ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সমস্ত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৯ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে । দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ফার্মার ৯ কোটি ২২ লাক ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ এসকে ট্রিমসের ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে চতুর্থ অবস্থানের রয়েছে ফাইন ফুডস লিমিটেড। গেলো কোম্পানিটির ৩ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে । পঞ্চম অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পুরো সপ্তাহে। বারাকা পাওয়ারের ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে অবস্থান করছে ষষ্ঠ স্থানে । কনফিডেন্স সিমেন্ট ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন করে সপ্তম অবস্থানে রয়েছে।এমএল ডাইং ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার লেনদেন করে অবস্থান করছে অস্টম অবস্থানে।
অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে, পিপলস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৬ লাখ ৬৬ হাজার টাকার, সী পার্লের ৯৭ লাখ ২৯ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ২৫ লাখ ৮০ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ১৫ লাখ ৫০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭৮ লাখ ৯৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭৯ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৮ লাখ ১৬ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৭ লাখ টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ২২ লাখ ৭২ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩৬ লাখ ৯৬ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৮ লাখ ৯২ হাজার টাকার, বঙ্গজের ২৮ লাখ ৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬৯ লাখ ৪৮ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৭০ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ৩৫ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭ লাখ ১০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৭ লাখ ২৪ হাজার টাকার, এমবি ফার্মার ৬ লাখ ২৪ হাজার টাকার, আমান ফিডের ১২ লাখ ২৮ হাজার টাকার ,আমান কটনের ৫৩ লাখ টাকা ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ১০ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ২০ হাজার টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫৫ হাজার টাকার, এস্কয়ার নিটের ৬ লাখ ৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ৬ লাখ ৬৪ হাজার টাকার, বে লিজিংয়ের ২০ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১৩ লাখ ৮০ হাজার টাকার।
সিঙ্গার বিডির ৫২ লাখ ৮৩ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৬২ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৮১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫৫ লাখ ১২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ২০ হাজার টাকার, বিকন ফার্মার ৬৮ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ লাখ ২৬ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/১৮:৫৮;২৪/৯/২০