হিলিতে কমছে পেঁয়াজের মূল্য

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৯-২৫ ১১:০৭:৫৩


হিলি স্থলবন্দরের খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের মূল্য। একদিনের ব্যবধানে প্রকারভেদে কমেছে ১০ টাকা। একটু খারাপ মানের পেঁয়াজ গতকাল কেজি প্রতি বিক্রি হয়েছে ৭০ টাকায় আজ সেই পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এদিকে ভালো মানের পেঁয়াজগুলো গত দুই দিন থেকে পাইকারি আড়তগুলোতে কেজি প্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ী জানান, গেলো তিন দিন থেকে বাজারে তেমন কোনও ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে না।

আগে একজন পাঁচ থেকে ১০ কেজি পেঁয়াজ কিনলেও এখন দাম বেশি হওয়ার কারণে কিনছে এক থেকে দুই কেজি।

সান বিডি/নাজমুল/১১:০৭/২৫.০৯.২০২০