সপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৫ ১৪:৪৫:৪৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর কমেছে ১১ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০  কোটি  ১৪ লাখ ২১ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা হক্কানী পালপ এন্ড পেপার লিমিটেডের দর কমেছে ১০ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৭ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টোরী লিমিটেডের ১০ দশমিক ৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের  ১০ দশমিক ৩৯ শতাংশ, লিগাসি ফুট ওয়্যার ৯ দশমিক ৬১ শতাংশ, মিথুন নিটিং এন্ড ডাইংয়ের ৯ দশমিক ৪৯  শতাংশ,স্টাইল ক্রাফটের ৮ দশমিক ৫৬ শতাংশ, একটিভ ফাইন ক্যামিকেলসের ৮ দশমিক ৪৩ শতাংশ এবং সমরিতা হসপিটালের ৮ দশমিক ২৫ শতাংশ দাম কমেছে।