দিল্লির বিরুদ্ধেও ফ্যাকাশে পারফরম্যান্স চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৬ ১১:১৭:০৮


তারুণ্যে ভরা দিল্লির বিরুদ্ধেও ফ্যাকাশে পারফরম্যান্স চেন্নাইয়ের৷ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তুলল চেন্নাই৷ জ্বলে উঠল না ফিনিশার ধোনির ব্যাট৷ হতাশ চেন্নাই ও ধোনির ফ্যানরা৷

এবারের আইপিএল খেলার ঠিক আগেই ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক ধোনি৷ তার ফ্যানরা ব্যথিত হৃদয় নিয়ে আশা করেছিলেন ধোনি এবার ধামাকা দেখাবেন মরু রাজ্যের আইপিএলে৷ কিন্তু কোথায় কী৷ এদিন তাও ব্যাটিং অর্ডারে খানিকটা ওপরে ওঠেন ধোনি৷ কিন্তু ধোনিসুলভ খেলা দেখা গেল কোথায়৷

জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মতি ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস৷ খারাপ ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে ফের একবার ফ্লপ সিএসকে ওপেনার মুরলী বিজয়৷ ব্যাট হাতে তার অবদান ১০৷ ১৬ বলে ১৪ করে ফ্লপ শ্যেন ওয়াটসনও৷ ডু প্লেসি-র গায়কোয়াড় -যাদবরা ফ্লপ হওয়ার পর পাঁচ নম্বরে আর কোনও চান্স না নিয়ে নামেন সিএসকে বস ধোনি৷ কিন্তু ফ্যাফ ডুপ্লেসি ৩৫ বলে ৪৩ রানে হয়ে যান আউট৷ এদিন দিল্লির সফলতম বোলার রাবাদার বলে আউট হন মাহি৷ ১২ বলে ১৫ রান করে শেষ হয় মাহির ইনিংস৷ এদিন রাবাদা ৪ ওভারে ৪ উইকেট নিয়ে একাই কার্যত চেন্নাইয়ের ভিতটা নড়িয়ে দেন।
এদিকে এদিন ফ্লিডিংয়ে বেশ খারাপ পারফরম্যান্স দিল্লি ক্যাপিটাল্স৷ বেশ কয়েকটি সহজ ক্যাচ গলান ক্রিকেটাররা৷তালিকায় রয়েছেন তারকা ক্রিকেটার পৃথ্বী, ক্যাচের পর ক্যাচ ফেলেন হেটমেয়ার৷

প্রথমে শিখর ধাওয়ানের সঙ্গে পৃথ্বী শ -র দুরন্ত পার্টনারশিপ-যাঁর ফসল পৃথ্বীর একটা ঝকঝকে অর্ধশতরান৷ আর তারপর শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নিজ নিজ অবদানে চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইযোগ্য ১৭৬ রানের টার্গেট রাখল তারা৷

৪৩ বলে ৬৪ রান করেন পৃথ্বী৷ তার ইনিংস সাজানো ৯টি চার ও ১ টি ছয় দিয়ে৷ শিখর ধাওয়ান ২৭ বলে ৩৫ রান করেন৷ এছাড়াও উপযুক্ত সময়ে উপযুক্ত পারফরম্যান্স করে ২৫ বলে ৩৭ রান করেন ঋষভ পন্থ ৷ তার ইনিংসে রয়েছে ৫ টি চার৷ ২২ বলে ২৬ রান অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷ খেলায় তারা কেউই সেরকম বড় রান পোস্ট করতে না পারলেও সকলের সমবেত যোগদানে দলের স্কোর ভালোই পোস্ট হয়৷ ১২ বলে ১৫ করে শেষ হয় মাহির ইনিংস৷ ম্যাচ তার আগেই হাত থেকে বেরিয়ে গেছেন৷

সান বিডি/নাজমুল/১১:১৭/২৬.০৯.২০২০