শীঘ্রই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৬ ১৭:৫৫:৩১
পূর্ব নির্ধারিত আগামীকাল (২৭ সেপ্টেম্বর) শ্রীলংকা যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ খবর পুরনো। তবে শিগগিরই টাইগারদের শ্রীলঙ্কা সফর হচ্ছে।
এমটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এ ব্যাপারে শনিবার দুপুরে আকরাম খান বলেন, স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর হচ্ছে। সব অনিশ্চয়তা দূর করে আমাদের জাতীয় দল শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আগের নির্ধারিত সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। সিরিজ অন্তত সপ্তাহদুয়েক পিছিয়ে যাবে। তবে সফরটি হবে এটা মোটামুটি নিশ্চিত।
ঠিক কবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেত পাবে বিসিবি? এমন প্রশ্নে তিনি বলেন, এখনকার খবর হলো সফর হচ্ছে। আমরা শ্রীলঙ্কা খেলতে যাব। কারণ শ্রীলংকা বোর্ড চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করতে। ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনো নিশ্চিত না। ওদের হাতেও সময় আছে। তাই আশা করছি সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। যদি ইতিবাচক হয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে কলম্বো যেতে পারি।
সানবিডি/এনজে