গণধর্ষণ মামলায় সাইফুর-অর্জুন আদালতে নির্দোষ দাবি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৯-২৮ ১৪:১৬:২৭
ছাত্রাবাসে গণধর্ষণকাণ্ডে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন মামলার প্রধান আসামি সিলেটে এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও অর্জুন লস্কর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই দুই আসামিকে সিলেটমহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করা হয়। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।
এসময় বিচারক সাইফুর রহমানের আদালতে গণধর্ষণ মামলার আসামি সাইফুর ও অর্জুন ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন।
তারা বলেন, ‘আমরা অপরাধের সঙ্গে জড়িত নই। রাজন ও আইনুল ও তারেক ওই গৃহবধূকে ধর্ষণ করেছে।’
উল্লেখ্য, গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা তারেক এজাহারভুক্ত আসামি হলেও রাজন ও আইনুল আসামি নয়।
তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রোববার দিনগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাকে সহযোগিতা করায় আইনুল নামের আরেক যুবককেও গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত তারেককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।
এ বিষয়ে ভিকটিমের স্বামী বাদীহয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়।
এ পর্যন্ত এজাহারভুক্ত চার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা আসামি মাহফুজুর রহমান মাসুম (২৫)। তারেকুল ইসলাম তারেক (২৮)।
সানবিড/নাজমুল/০২:০৮/২৮.০৯.২০২০