৩ অক্টোবর থেকে সিঙ্গাপুরে ইউএস-বাংলার ফ্লাইট চালু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৮ ১৯:১৩:১৭
মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ফ্লাইট চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলার জিএম (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এ ব্যাপারে তিনি জানান, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শনিবার একটি ফ্লাইট পরিচালনা করবে। ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরের দিন রোববার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। অপর দিকে সিঙ্গাপুর থেকে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে
এসময় কামরুল ইসলাম আরও জানান, টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সানবিডি/এনজে/৭:১১/২৮.০৯.২০২০