প্রধানমন্ত্রীর জন্মদিনে নোবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া মাহফিল
:: প্রকাশ: ২০২০-০৯-২৮ ২০:০১:৪৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং কেক কাটাসহ ২৫০ এতিম ছাত্রের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুন, ফিশারিজ ও মেরিন সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ এবং সাবেক সভাপতি রাশেদ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ ফারুক উদ্দিন বলেন, শেখ হাসিনা হচ্ছেন আমাদের আশা আলোর বাতিঘর। তার সুদক্ষ নেতৃত্বে যেমন দেশ সমৃদ্ধ হচ্ছে ঠিক তেমনি তার আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ।
শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুন বলেন, বার বার বুলেটের হাত থেকে বেঁচে যাওয়া বহ্নি শিখার নাম শেখ হাসিনা। প্রজন্মের প্রার্থনায় শতবর্শী হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।