ডিএসইতে ২ ঘণ্টায় লেনদেন ৩৯৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৯ ১২:৩৭:৪২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, দর কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:৩৭/২৯/৯/২০