অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে বিএসইসির শোক

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-২৯ ১৭:১৮:০৬


সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিবার।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আইন অঙ্গনে এবং পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে বিএসইসি।

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, প্রথিতযশা সিনিয়র আইনজীবী মাহবুবে আলম ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।