বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ নির্মল রাখতে কাজ করছে সরকার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৯ ১৯:৫২:০২


রাজধানীর পরিবেশকে নির্মল রাখার জন্য বৃক্ষরোপণের মাধ্যমে নগর বনায়নের উপর গুরুত্বারোপ করছে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।তিনি বলেন সরকারের নেয়া নানা উদ্যোগের কারণে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। মানুষ এখন হাট বাজারে গিয়ে সাধারণ পণ্য কেনার পাশাপাশি বৃক্ষের চারা কিনে নিয়ে আসে।

মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ মঙ্গলবার বৃক্ষের চারা রোপণকালে একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী ছাড়াও বৃক্ষ রোপন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী, সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও লুৎফুন নেসা খান।

এ সময় তথ্য মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পদার্পনের পর থেকেই বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ কৃষকলীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী চালু করেন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কার্যক্রমকে আরো বেশি ত্বরান্বিত করতে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।

সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৃক্ষের চারা রোপণ শেষে তাঁর বক্তব্যে বৃক্ষরোপণ কর্মসূচীর সার্বিক সাফল্য কামনা করেন।

সানবিডি/এনজে/৭:৪৯/২৯.০৯.২০২০