আজ রিফাত হত্যা মামলার রায়, আদালতে এসেছেন বিচারক

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৯-৩০ ১০:২৭:০৭


বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হচ্ছে আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার।

রায় ঘোষণা করতে এরই মধ্যে আদালতে প্রবেশ করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান।

লোমহর্ষক এ হত্যাকাণ্ডে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির কি বিচার হয়, তা দেখার অপেক্ষায় আছেন বরগুনাসহ সারাদেশের জনগণ।

এদিকে, সকাল ৮টা ৫০ মিনিটে আইনজীবীর জামিনে থাকা মিন্নি তার বাবা মোজাম্মেল হক কিশোরের মোটরসাইকেলে করে আদালত প্রাঙ্গণে এসেছেন।

রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

 

সানবিডি/নাজমুল/১০:২৩/৩০.০৯.২০২০