ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ’র প্রার্থী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-৩০ ১২:৪১:০১
আওয়ামী লীগ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাছানকে ঢাকা-১৮ ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার এক অনলাইন সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন তথ্য জানিয়েছেন। আগামী ১২ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।
সানবিড/নাজমুল/১২:৪০/৩০.০৯.২০২০