করোনা চিকিৎসায় বিকাশ ভেন্টিলেটর দিল ঢামেক ও শিশু হাসপাতালকে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-৩০ ১৬:৫৫:৪৬


চলমান করোনা চিকিৎসা এবং ভবিষ্যতের প্রস্তুতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে ১৪টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর এবং বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতাল (বিআইএইচএস জেনারেল হাসপাতাল) -এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

করোনা রোগিদের চিকিৎসাসহ সাধারণ রোগিদের চিকিৎসা কার্যক্রমে হাসপাতালগুলোকে আরো প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম করে তুলতে বিকাশ তার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা দিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শাফি আহমেদ প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে আজাদ খান বিকাশের সহায়তায় ডায়াবেটিক হাসপাতালে নির্মিত অক্সিজেন প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো: মনিরুল ইসলাম (অব:) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে ভেন্টিলেটর এবং ডায়াবেটিক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের হস্তান্তর করেন ।

সানবিড/নাজমুল/০৪:৫৪/৩০.০৯.২০২০