ফিফার সঙ্গে সম্পর্ক শেষ করছে অ্যাডিডাস!
প্রকাশ: ২০১৫-১২-১৬ ১৯:১১:৩৮
দুর্নীতিতে জর্জরিত ফিফার দ্রুত সংষ্কার দাবি করেছে জার্মানিভিত্তিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। না হলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে দিবে প্রতিষ্ঠানটি!
১৯৭০ সাল থেকে প্রতিটি ফুটবল বিশ্বকাপ আসরে বল সরবরাহ করে আসছে অ্যাডিডাস। গত বছর ফিফার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিশ্বখ্যাত এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফলে আগামী ৪টি বিশ্বকাপেও ফিফার সঙ্গে অ্যাডিডাসের সম্পৃক্ততা থাকছে।
অ্যাডিডাসের চেয়ারম্যান হারবার্ট হেইনার বলেন, আমরা ফিফায় বড় ধরনের সংস্কার চাই। এই মুহূর্তে ফিফার বিভিন্ন দুর্নীতি-কেলেঙ্কারি তদন্তে যা যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে সংস্কার কার্যক্রম সঠিক পথেই এগিয়ে চলেছে।
জার্মানির হ্যান্ডেলসব্লাট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে হেইনার এ ব্যাপারে ফিফাকে সাবধান করে বলেন, সংস্কার কার্যক্রম থমকে গেলে তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি থাকছেই। এ বিষয়ে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে কোকাকোলা, মাস্টারকার্ড, ভিসাও ফিফার সংস্কার দাবি করে।