জাককানইবি তে ৭ দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসবেরউদ্বোধন

প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৮:৪২:০২


JKKNIU11জাতীয়কবিকাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ দিন ব্যাপী প্রথম বার্ষিক নাট্যোৎসবের আয়োজস করা হয়।

 বৃহস্পতিবার বিকাল ৩টায় থিয়েটার এ- পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে এ নাট্যোৎসবের উদ্বোধনকরেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম।

১৭ ডি্েসম্বর বৃহস্পতিবার থেকে আগামী ২৩ ডিসেম্বর বুধবার পর্যন্ত এই নাট্যোৎসব চলবে উক্ত বিভাগের স্টুডিও থিয়েটার হলে।

এতে বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের স্নাতক (সম্মান) শেষবর্ষের নাট্য নির্দেশনা কোর্সের অংশ হিসেবে নাটক নির্দেশনা দিচ্ছেন। কোর্স শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন জানান, কিভাবে একটি নাটকের নির্দেশনা দিতে হয়একজন শিক্ষার্থী তা এই কোর্স অধ্যায়নের মাধ্যমে জানতে পারবে। নাট্য উৎসবে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় ২৯ টি নাটক প্রদর্শিত হবে। প্রতিদিন বিকাল ৩টা হতে নাট্য প্রদর্শনী শুরু হয় ।

প্রতিদিন ৪টি করে নাটক প্রদর্শিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ট্রেজারার এ.এম.এম. শামসুর রহমান। সভাপতির আসন অলঙ্কৃত করেন,থিয়েটার এ- পারফরম্যান্স স্টাডিজ বিভাগেরবিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা। তিনি বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে নাট্য শিক্ষার্থীরা চূড়ান্ত বর্ষে তাদের নাট্য নৈপুন্য প্রদর্শন এবং তাদের শিক্ষন পদ্ধতির উৎকর্ষতার নিদের্শক হিসেবে নিজেকে দর্শকের সামনে তুেল ধরবেন। প্রাক্সিস পদ্ধতিতে নাট্য শিক্ষার্থীরা ধারাবাহিক একাডেমিক কারিকুলাম হিসেবেনিয়মিত এই আয়োজনে অংশ নিয়েছে।যা তাদের পরীক্ষার একটি অংশ।নাট্য উৎসবটির সমাপনী অনুষ্ঠান হবে ২৩ ডিসেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে। নাট্য প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য বিনা টিকেটে উন্মুক্ত থাকবে।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস