খুলনায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৮:৪৪:৫৩


Futolaমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনার ফুলতলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে ব্যাপক কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, শহীদ স্মৃতি ফলকে পুস্প স্তাবক অর্পন, সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় স্থানীয় ডাবুর মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর স্থানীয় ডাবুরমাঠে শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লুলু বিলকিস বানুর সভাপতিত্বে যোদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।

স্বাগত বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার কুমকুম, ওসি মোঃ রফিকুল ইসলাম, সরদার শাহাবুদ্দিন জিপ্পি, বিএমএ সালাম, মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কাজী আশরাফ হোসেন আশু । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুষেন হালদার, কৃষি কর্মকর্তা মোসাঃ রীনা খাতুন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াছমিন প্রমুখ।