নড়াইলে গুণীজন সংবর্ধনা
প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৯:৫৭:০০
নড়াইল সদর উপজেলার গোবরায় ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ’ মাধ্যমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষক- ছাত্রছাত্রী ও বর্তমাান শিক্ষক-ছাত্রছাত্রীদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় শতবর্ষী এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা পাশ^বর্তী ভারত থেকে যোগদান করেন এই গুণীজন সংবর্ধনায়। দীর্ঘদিন পরে শৈশবের সেই শিক্ষা প্রতিষ্ঠানে এসে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
বৃহস্পতিবার দিনব্যাপী চলে সংবর্ধনা, মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গোবরা বিদ্যাপীঠের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিনয় ভূষণ চক্রবর্ত্তীর বড় পুত্র ভারতের পশ্চিমবঙ্গ বসবাসরত শিক্ষাবিদ দেবপ্রিয় চক্রবর্ত্তী, বিদ্যালয়ের কৃতি ছাত্র পশ্চিমবঙ্গে বসবাসরত জগৎবন্ধু বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ¦ তোরাপ আলী সহ বেশ কয়েকজন গুণিজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতদের মাঝে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়সহ উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিশেষ অতিথি পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়েয়র অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মোস্তফা কামাল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দরা তাদের বক্তব্যকালে শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, ছাত্রছাত্রী ও বর্তমান শিক্ষক ছাত্র-ছাত্রীদের মাঝে পরিচিতিসহ মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।