অনুমোদিত মূলধন দ্বিগুণ করবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
|| প্রকাশ: ২০১৫-১০-০১ ১১:১০:২৩ || আপডেট: ২০১৫-১০-০১ ১১:১০:২৩

সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সুপারিশ করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোস্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়।
সূত্রে আরও জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এই মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি দরকার হবে। এজন্য আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার কাল সোয়া ১০টায় গাজীপুরের কোনাবাড়িতে কোম্পানির কারখানা প্রাঙ্গণে অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) শুরু হবে। এই সভার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডিকে অপসারণ
-
আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান ও নজরুল ইসলাম
-
সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল সমবায় সমিতি
-
সিএসই-৩০ ইনডেক্সের সমন্বয়
-
অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড পুঁজিবাজারে ব্যবহার করা সম্ভব
-
বাজেটে পুঁজিবাজারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে : ডিএসই চেয়ারম্যান