জবিতে শীতকালীন ছুটি শুরু

প্রকাশ: ২০১৫-১২-১৮ ১৮:৪৪:০৮


JnU-Logoজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শীতকালীন ছুটিসহ ঈদ-ই-মিলানুন্নবী (সা.) ও যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ঘোষিত ১২ দিনের ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বাইরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আজ ১৮ ডিসেম্বর শুক্রবার থেকে ১৬ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীতকালীন, ঈদ-ই-মিলানুন্নবী (সা.) ও যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আগামী ২০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কিন্তু আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও বিভাগীয় অফিস খোলা থাকবে। এছাড়া আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও বিভাগীয় অফিস
বন্ধ থাকবে।
এদিকে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ থাকায় মূলত ১৮ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। এ হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে দীর্ঘ ১৬ দিন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে যথারীতি ক্লাস পরীক্ষা চালু হবে এবং প্রশাসনিক দফতরগুলো যথারীতি খুলবে।