চট্টগ্রামে মসজিদে বোমা বিস্ফোরণ

আপডেট: ২০১৫-১২-১৮ ২১:৪০:২৯


chitta_95075চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিএনএস ঈসা খাঁ ঘাঁটির ওই মসজিদে জুমার নামাজের পরপরই এ বিস্ফোরণ  ঘটে। এ ঘটনায় এক কর্নেলসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে জানান, জুমার নামাজের পরপরই মসজিদটিতে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অবিস্ফোরিত থাকে আরও দুটি বোমা। ঘটনার পর পরই নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সন্দেহভাজন হিসাবে নৌবাহিনীর বেডম্যান রমজান ও বলপিকার মান্নানকে আটক করে র‌্যাবের হাতে তুলে দেয়া হয়েছে।

তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটলেও চট্টগ্রামে এটাই প্রথম। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে, বিকাল চারটার দিকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর ও দক্ষিণ) কুসুম দেওয়ান এবং উপকমিশনার (বন্দর ও পশ্চিম) মোক্তার হোসেনের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ দল ঈশা খাঁ ঘাঁটিতে প্রবেশ করেছে। এর আগে ঈশা খাঁ ঘাঁটির ভেতরে সম্মিলিত সামরিক হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে।

ঘটনার পর পুরো পতেঙ্গা ইপিজেড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাবিক কলোনী গেট বন্ধ করে দিয়েছে নৌবাহিনীর নিরাপত্তাকর্মীরা। এতে কলোনির শত শত বাসিন্দা বাসা থেকে কোনো কাজে বাইরে বের হতে পারছেন না।

সানবিডি/ঢাকা/রাআ