মুরালি-সাকলাইনদের ওস্তাদ হচ্ছেন রফিক!
আপডেট: ২০১৫-১২-১৮ ২২:১০:০০
আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ (এমসিএল)। বিশ্বের সাবেক সব কিংবদন্তি খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আসরটি। বাংলাদেশি কোনও খেলোয়াড় এই আসরের জন্য অনুষ্ঠিত নিলামে বিক্রি হয়নি।
তবে, এই আসরের ফ্র্যাঞ্চাইজি গেমেনি অ্যারাবিয়ানসের সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ও পাকিস্তানি কিংবদন্তি সাকলাইন মুস্তাক এই দলের হয়ে খেলবেন।
দলটির চিফ অপারেটিং অফিসার রাজেশ পুরি বলেছেন, দুবাইয়ে অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছে। আমরা বেশি প্রচার পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এমনকি আমরা তাকে খেলোয়াড় হিসেবেও নিতে পারি।
মোহাম্মদ রফিকও এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের কাছ থেকে সময় চেয়েছি। কিন্তু, নিঃসন্দেহে এটি ভালো একটি প্রস্তাব।
সানবিডি/ঢাকা/রাআ