তিন গুজবে পতন পুঁজিবাজারে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৩ ১৯:২৪:৪৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে পতন হয়েছে। তিনটি বিষয়কে কেন্দ্র করে পতন হয়েছে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা।

গুজবগুলো হলো ওয়ালটনের নতুন শেয়ার ইস্যু, বীমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ ও ৩০ শতাংশ কিনার সময় বৃদ্ধি হতে পারে।

এ বিষয়ে বিএমবিএ সভাপতি মো.ছায়েদুর রহমান সানবিডিকে বলেন,গুজবের কারণে বাজারে পতন হয়েছে। বিনিয়োগকারীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিনিয়োগকারী সানবিডিকে জানিয়েছেন,বিএসইসির নির্দেশনা না থাকার পরও লেনদেন চলাকালীন সময়ে নোটিশ না দিয়ে বীমা খাতের কোম্পানিগুলোর মার্জিন বন্ধ করা হয়েছে। এতে আমরা ক্ষতিগস্থ হয়েছি। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে জানাবো। একই সাথে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞা আইনজীবীর পরামর্শ নিয়ে আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তারা।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কমিশন বীমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি এবং চিন্তাভাবনাও করেনি। তবে একটি হাউজ মার্জিন দেওয়া, না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ঝুঁকিপূর্ণ মনে করলে মার্জিন নাও দিতে পারে। কারন ওই মার্জিনে গ্রাহকের সঙ্গে সঙ্গে তার অর্থেরও ঝুঁকি আছে। তবে কমিশনের বেধে দেওয়া সীমার থেকে বেশি মার্জিন দিতে পারবে না।