কাঁঠালবাগানে পাইলিংয়ের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ২০১৫-১২-১৯ ১১:৩৪:২৪
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে আবুল হাশেম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত আবুল হাশেমের সহকর্মী আল আমিন জানান, শনিবার সকাল ৯টার দিকে কাঁঠালবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন তারা।
এ সময় তার ছিঁড়ে পাইলিংয়ের কাজে ব্যবহৃত ভারী লোহার সামগ্রী হাশেমের মাথার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।