প্রাইম টেক্সটাইলের ইপিএস-এনএভি কমেছে

প্রকাশ: ২০১৫-১২-১৯ ১৫:৩৩:৫৭


prime-texসমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল লিমিটেডের ইপিএস ও এনএভি দুটিই কমেছে। তবে একই রয়েছে লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ। একইসঙ্গে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কমেছে ৩ শতাংশ।

সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৮ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটি আগের বছর অর্থাৎ ২০১৪ সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ। শেয়ার প্রতি আয় করে ১ টাকা ১৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৫৬ পয়সা।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।