নোবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশ: ২০১৫-১২-১৯ ২০:২৮:৩৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল ও আজ (১৮ ও ১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এবারে পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল প্রায় আশি শতাংশ।
শুক্রবার সকাল ১০.৩০ টায় সি ইউনিট, বিকাল ৩.০০ টায় ডি ইউনিট এবং আজ সকাল ১০.৩০ টায় এ ইউনিট ও বিকাল ৩.০০টায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নোয়াখালী সরকারি উচ্চবিদ্যালয় সহ মোট ২১ কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের সর্বত্রই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের সাহাযার্থে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা হেল্প-বুথ দিয়েছিল।এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছার্থে স্বাগত মিছিল করা হয়।বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড এম অহিদুজ্জামানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে মোট ১৪টি বিভাগের অধীনে ৮৬০টি আসনের বিপরীতে মোট ৩২,৫৯৩ জন প্রার্থী আবেদন করে। আসন প্রতি ৩৮ জন প্রার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। অপটিকাল মার্ক রিডারের মাধ্যমে ফলাফল প্রস্তুত করে যথাশিগ্রি ফল প্রকাশ করা হবে।
সানবিডি/ঢাকা/রাআ