নির্বাচন সুষ্ঠু না হলে জনগন রাস্তায় নেমে আসবে- গয়েশ্বর রায়
প্রকাশ: ২০১৫-১২-১৯ ২০:৪৫:০০
আগামী ৩০ শে ডিসেম্বর পৌরসভা নির্বাচনে জনগনের ভোটের অধিকার না পেলে ও নির্বাচন সুষ্টু না হলে জনগন রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। এর দায়ভার সরকারকেই নিতে হবে। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নির্বাচনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে গনসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার জনগনের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে এর ফল ভাল হবেনা। সিটি কর্পোরেশনের নির্বাচনের মতো যদি ভোট ডাকাতি করে তাদের প্রার্থীদের জয়ী করা হয় তাহলে জনগন এর দাতভাঙ্গা জবাব দেবে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়ির সহ সভাপতি আব্দুস সালাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদ প্রমূখ।
সানবিডি/ঢাকা/রাআ