সাড়ে ৬ লাখ নারী কর্মী কাজ করছেন বিদেশে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২১ ২০:২১:১৮


বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ‍সাড়ে ৬ লাখ নারী কর্মী কর্মরত আছেন।তাই ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা’র কারণে যেন ভুলভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার দাবি উত্থাপন না হয়, সেদিকে দেশের সকল নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এই পরামর্শ দেয়া হয়।

মহান সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অংশ নেন কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নূরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান এবং মো. হাবিবে মিল্লাত।

সানবিডি/এনজে/৮:২০/১০.২১.২০২০