সোনারগাঁয়ে ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশ: ২০১৫-১২-২০ ১৭:১৯:১৭


Dakat.Ngangনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে পাচঁ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (্এসআই) আব্দুল হক শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পারভেজ মিয়া, মাজহারুল ইসলাম, সুজন হোসেন, আল আমিন মিয়া ও সুজন মিয়া নামে পাচঁ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছোড়া সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আল আমিন মিয়া ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে, পারভেজ মিয়া উপজেলার কাদিরগঞ্জ গ্রামের আলা উদ্দিনের, সুজন হোসেন বজলু মিয়ার, মাজহারুল ইসলাম জহিরুলের ও সুজন মিয়া উপজেলার ইসলামপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।

এসআই আরো জানান, গ্রেফতারকৃতরা ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে পাচঁ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/এসজি/এসএস