বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ জাবি ছাত্রলীগ চ্যাম্পিয়ন

প্রকাশ: ২০১৫-১২-২১ ১৬:৪১:৫৩


JU.Badminton.1বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫’-এ চ্যাম্পিয়ান হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে ২-০ সেটে হেরে রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। টুর্নামেন্টে কেন্দ্রীয় ছাত্রলীগের তত্ত্বাবধানে ছাত্রলীগের ৮টি ইউনিট থেকে ৮টি দল অংশগ্রহণ করে।

খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষে সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষে সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স অংশগ্রহণ করেন।

ফাইনাল খেলায় ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি। খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সানবিডি/ঢাকা/এসকে/এসএস