বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা উন্মুক্ত
আপডেট: ২০১৫-১২-২১ ১৯:১৯:৪৪
বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। ওমরাহ ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গত ১৪ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সৌদি আরব। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিক আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।
এদিকে ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মানব পাচারের অভিযোগে সরকার দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সৌদি সরকার বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা উন্মুক্ত করে দিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস