ঢাকা কলেজে পুলিশি অভিযান, আটক ২৩

প্রকাশ: ২০১৫-১২-২২ ১১:৪২:৫৪


Dhaka Collegeঢাকা কলেজের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় হলগুলোর বিভিন্ন কক্ষ ও আশেপাশের এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বাংলানিউজকে জানান, হলগুলোতে অভিযান চালিয়ে মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে ১০ জন কলেজের শিক্ষার্থী নয়। বাদবাকিরা কলেজের ছাত্র হলেও হলে অ্যালটেড না। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের প্রক্টোরের সঙ্গে পুলিশের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের সময় আটককৃতদের মধ্যে যাদের সঠিক কাগজপত্র পাওয়া যাবে, তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রুহুল আমিন সাগর।

সানবিডি/ঢাকা/এসএস