মাত্র ৩৩ কোটি টাকার লোভে আমরা কোলকাতাকে হাতছাড়া করেছি!

আপডেট: ২০১৫-১২-২২ ১৮:১২:০৭


Kolkataদেশভাগের সময় পূর্ব পাকিস্তানের ভাগে কোলকাতা ছিল। পূর্ববঙ্গের নেতারা দাবী ছেড়ে না দিলে কোলকাতা আমাদের ভাগে না পড়ার কোন কারন ছিল না। পশ্চিম পাকিস্তান তাদের ভাগে যেন লাহোর থাকে তাই পূর্ববঙ্গের নেতাদের কোলকাতার দাবী ছেড়ে দিতে পশ্চিম পাকিস্তানের নেতারা চাপ দিয়েছিল। তাই আমাদের নেতারা কিছুটা গাই গুই করলেও দাবী ছেড়ে দেন।

কী বলে দাবী ছাড়ানো হয়েছিল জানেন? বলা হয়েছিল দাবী ছেড়ে দিলে পূর্ব পাকিস্তান ক্ষতিপূরণ বাবদ ৩৩ কোটি টাকা পাবে। সেই ৩৩ কোটি টাকা দিয়ে ঢাকাকে নিউইওর্ক বানানো হবে। 

সেই টাকা আসেনি। দেশ ভাগের তিন মাস পরে জানা গেল আসলে পূর্ববঙ্গকেই ৬ কোটি টাকা দিতে হবে ভারতকে। এবার তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।

তবে পশ্চিম পাকিস্তানের নিউইওর্ক বানানোর স্বপ্ন দেখানোর কৌশলটা অনেকেই ভুলতে পারেনি। যেমন ধরেন ট্র্যানজিট দিলে যা আয় হবে তাতে বাংলাদেশ সিঙ্গাপুর হবে। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে ফ্লাই অ্যাশ বেচেই খুলনাবাসী একেকজন ওয়ারেন বাফেট হয়ে যাবে।

সানবিডির নিউজ আপডেট নিয়মিত পেতে ফেসবুকে লাইক দিন 

আর হাল সময়ে যুক্ত হয়েছে হবিগঞ্জে চা শ্রমিকদের উচ্ছেদ করে অর্থনৈতিক অঞ্চল হলে সেই অঞ্চলে প্রচুর কর্ম সংস্থান হবে, দৈনিক ৮৫ টাকা নয় শুধু এর দশ গুন আয় করতে পারবে চা শ্রমিকেরা; এই স্বপ্ন দেখানো।

বাঙালিদের পশ্চিম পাকিস্তানিরা আবুল বানিয়েছিল একবার। এবার বাঙালি ই বাঙালিদের আবুল বানায়। পশ্চিম পাকিস্তানিদের এইসব ভাব শিষ্যদের চিনে রাখা দরকার।

বিস্তারিত জানতে আবুল মনসুর আহমেদের “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের” পৃষ্ঠাগুলো দেখুন-

960141_1271290092896868_8814262953221866587_n

12369014_1271290336230177_4760448324105610002_n

12376552_1271290542896823_393121839613287359_n

1936270_1271290599563484_5033005914590834717_n

1017118_1271290819563462_5471316387443523005_n

1919198_1271290812896796_9095618729460354470_n