চুলের রং দীর্ঘস্থায়ী করবেন কিভাবে?

প্রকাশ: ২০১৫-১২-২২ ১৪:১৭:২৫


Heair Colorচুলে রং করাটা বর্তমানের ট্রেন্ড বলা চলে। কেউ পুরো চুলে রং করেন, কেউ বা চুলের নিচের দিকে, কেউ আবার সামনের কয়েকটা চুল হাইলাইট করেন। রং যেভাবেই করুন না কেন, এটি চুলে বেশিদিন স্থায়ী করাটা জরুরি। কারণ, চুলে রং করার পর ১৫ থেকে ৩০ দিন স্থায়ী হয়। এর পর চুল দেখতে রুক্ষ মনে হয়। কীভাবে চুলের রং দীর্ঘস্থায়ী করবেন, সে সম্বন্ধে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে। চলুন, এক নজরে দেখে নিই চুলের রং স্থায়ী করতে কী করবেন।

গরম পানি দিয়ে চুল না ধোয়া:

চুলে রং করলে গরম পানি কখনোই মাথায় ব্যবহার করবেন না। এতে চুলের রং দ্রুত ধুয়ে যাবে। তাই এ সময়ে চুলে স্বাভাবিক পানি ব্যবহার করুন।

চুলে সানস্ক্রিন মাখুন:

বাজারে চুলের সানস্ক্রিন কিনতে পাওয়া যায়। বাইরে যাওয়ার আগে চুলে সানস্ক্রিন মাখুন। এটি আপনার চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে এবং চুলের রং দীর্ঘদিন ভালো রাখবে।

বেশি করে কন্ডিশনার ব্যবহার করা:

চুলে রং দেওয়ার পর সপ্তাহে অন্তত একদিন বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। মাথার ত্বক ও পুরো চুলে কন্ডিশনার মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

মাইল্ড শ্যাম্পু ব্যবহার:

চুলে রং করার পর মাথায় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চাইলে বেবি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এতে আপনার চুলের রং দীর্ঘদিন স্থায়ী হবে।

প্রতিদিন চুলে শ্যাম্পু না দেওয়া:

সপ্তাহে একদিন চুলে শ্যাম্পু করুন। প্রতিদিন শ্যাম্পু করলে চুলের রং দ্রুত নষ্ট হয়ে যাবে এবং আপনার চুলও রুক্ষ হয়ে যাবে।

সানবিডি/ঢাকা/এসএস