২৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এশিয়া কাপ
আপডেট: ২০১৫-১২-২৩ ১০:৫৭:১৬
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপ মাঠে গড়াবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট পাঁচ দল। টুর্নামেন্টটি ছয় মার্চ শেষ হবে। তার আগে ১৯ ফেব্রুয়ারি থেকে ঢাকাতেই পাঁচ সহযোগী দেশ নিয়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বে অংশগ্রহণ করবে গত বছর এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলা আফগানিস্তানসহ হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলটি চার টেস্ট খেলুড়ে দেশ – বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে চুড়ান্ত পর্বে খেলবে।
তিনি আরও জানান, এবারের এশিয়া কাপ মোট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে।
সানবিডি/ঢাকা/এসএস