যুবলীগ নেতার পিতার জানাজায় এমপি হাসানাত

প্রকাশ: ২০১৫-১২-২৩ ১৭:৪৭:২৮


Hasanatবরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা মো. ইলিয়াস শরীফের পিতা ক্বারী মো. মোসলেম উদ্দিন শরীফ (১১০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্ল-াহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/এসএস