এখনই মা হতে চান না সানি

প্রকাশ: ২০১৫-১২-২৩ ১৯:০৯:৪৫


sunny_leon‘মা হতে চান’- এমন শিরোনামে সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছিলেন সানি লিওন। এইতো ক’দিন আগে নিজেই এমনটা জানিয়েছিলেন। এখন আবার জানিয়েছেন, না আপাতত নয়, ভবিষ্যতে মা হতে চান তিনি।

সানি জানান, আপাতত তার মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলিউড ক্যারিয়ারই এখন তার ধ্যানজ্ঞান। ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেত্রী বলেছেন, ‘মা হওয়ার কথা এখনই ভাবছি না। একজন নারী হিসেবে এটা আমি চাই, ঠিক। কিন্তু এখনই নয়।’

একাদশ গিল্ড অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানি এমনটা জানিয়েছেন। সানি লিওনের নতুন ছবি ‘মাস্তিজাদে’। মিলাপ জাভেরি পরিচালিত ছবিটি অ্যাডাল্ট কমেডি ধাঁচের।২০১৬ সালের ২৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

সানবিডি/ঢাকা/এসএস